T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মালা ঘোষ মিত্র

মা
আকাশের ছায়া ভাসে
বহতা নদীর বুকে—–
গাঙচিল ডানা মেলে ওড়ে,
সন্ধানী চোখ সজাগ হয়ে যায়,
ঢাকঢোল বাজিয়ে ঘরের মেয়ে,
আমার উমা আসছে,
দুমুঠো ভাত যদি পাই
তবে জীবন অনেক সহজ সরল হবে।
মনের অন্তপুরে—
রবিশঙ্করের সেতার বাজে,
কাশফুল সৌন্দর্য আর শিউলি ফুলের গন্ধে
প্রকৃতি নতুনভাবে সেজে উঠেছে,
এসো আমার উমা,
সংসারের সব দুঃখের কলিমা
দূর করে দাও জগতজননী হয়ে।।