T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় মেখলা ঘোষদস্তিদার

দুর্গতিনাশিনী
হিমেল শরতে আগমনী ধ্বনি শুভ্র কাশের দোলায়,
আকাশে – বাতাসে খুশির ঝলক বাউলের দোতারায়,
” ত্বম্ হি দুর্গা
দশপ্রহরণধারিনী”
দুর্গতিনাশিনী অসুরবিনাশিনী,
শান্তির বারি মাভৈঃ মন্ত্রে হা- হুতাশ তপ্ত জ্বলনে,
আঁধার রাত্রি নাশ করো তুমি লক্ষ আলোর স্ফূরণে,
আঁখি দাও মুছে শরত – শিউলির পরম স্নেহের আঁচলে
দনুজ- দলনী, সিংহ – বাহিনী, এসো মা ধরায় মঙ্গলে,
দিকে দিকে আজ রেষারেষি শুধু হানাহানি শত সংঘাতে
রণরঙ্গিণী বেশে মাগো,ত্রিশূল হানো,দুষ্ট দমনে আঘাতে,
কাঁদিছে যে প্রাণ ব্যাকুল হিয়ায় অথৈ কৃষ্ণ সাগরে,
অকাল বোধনে করো মা শোধন, জ্বালাও বাতি অন্তরে,
শঙ্খ নিনাদে উঠুক বেজে তোমার আশিস পরশে
দুখিনীর ঘর ভরে তোলো মাগো আনন্দ মুখর হরষে,
সাম্য মৈত্রী দাও ছড়িয়ে সমাজের জন মানসে
প্রীতির কিরণে শুভময় হোক জীবনে যাপনে দেশ দশে,
ত্রিনয়ন মেলো মাগো তোমার অপার করুণা ধারাতে
মনোবল যেন পাই চিত্তে তোমার চরণ ছোঁয়াতে,
অস্ত্রে সজ্জিত দশভুজা মাগো শির রাখি তব পদতলে,
” নমামি ত্বম্ কমলাং, অমলাং, অতুলাং, সুস্মিতাং, ভূষিতাং,”
প্রণমি তোমায় পুণ্য শান্তি জলে।