কবিতায় বলরুমে মধুমিতা ঘোষ

পড়ন্ত বিকেল

প্রেম গল্প আর নয় ৷
আকাশের কালো খাতায়, চিরকালীন শিকড়ের গোপনে –
মন পড়েই থাকে মুখ থুবড়ে৷
ঠোঁটের ভাঁজে আঁধার নামে বিকেল আলোয় ৷
হাস্নুহানা স্বপ্ন খোঁজে-
পৌষালীর শীত রাতে ,চোখের ইশারায়, শব্দকথাতে৷
ভুল করে ডাক দেয় আগুন হাওয়াকে ৷

অকপট অভিব্যাক্তি মনগলির আস্তানাতে এলেই-
প্রেমের ছোটগল্পটা শেষ হয় ৷

শুরু হয় বাস্পে উবে যাওয়া সঘন বাদলের উপন্যাস ৷
নিরালার মুহূর্তরা মুখ লুকায় মরে যাওয়া চাঁদে ৷
কাঙাল বেহায়াপনা শ্রাবনের চিহ্ন আঁকে মরাগাঙে৷৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।