কবিতায় মঞ্জিরা ঘোষ

অনুভূতি মঞ্জরী
চিলেকোঠা ঘরের গোপন সিন্দুকে
তূলে রেখেছি এক মুঠো সুখ,
তুমি তাকে ঐশ্বর্য বলতেই পারো।
পৃথিবীর যাবতীয় সুখ জাগতিক নয়,বোধ হয় —
সেই পুরনো ন্যাপলোথিনের উগ্র গন্ধ টা উবে গিয়েছে কবেই,
গন্ধ’র রদবদল হয়ে চন্দন সুবাসে ভরে উঠেছে
গোটা সিন্দুক।
কৃষ্ণাচতুর্দশীর চাঁদের আলো উপচে পড়ছে
ছাদ বাগানের আনাচে কানাচে।
আকাশ জুড়ে নক্ষত্রদের আলোকমালায়
ভয় কেটে গেছে ঝড় ঝঞ্ঝা বিদ্যুতের।
ছাদ বাগানের ফোঁটা ফুলের সঙ্গে বাতাসের মৃদু
কানাকানি জন্ম দিচ্ছে মিথে ‘র।
গ্রীক মিথোস বা পুরানের কাঠামো ভেঙে
উদ্ভাসিত অন্যতর ভালবাসা।
অপার্থিব মায়াময় চরাচর জুড়ে
কোনো কোনো প্রেমিক প্রেমিকা বুনে যাচ্ছে
অনুভূতি মঞ্জরী।
তারা কখনোই লাইম লাইটে আসতে পারে না
অথবা ভেসে যেতে পারে না ক্লাস্টারের ঢলে—
নিরূপায় নিজেকে আগলে রাখে তোমার আমার মধ্যে।।