কবিতায় মৈত্রেয়ী ঘোষ

আমি তুমি
কেউ জেতেনি,
কারণ কেউ জিততে পারে না
না তুমি, না আমি
জিতেছে কেবল আমাদের স্বপ্নগুলো।
কেউ হারেনি,
কারণ কেউ হারতে পারে না
না আমি, না তুমি
হারিয়ে গেছে শুধু গরলে ভরা স্মৃতি।
সমান্তরাল লাইন ধরে
এগিয়ে চলেছে দুই স্বপ্নের নাবিক,
কেউ একটু এগিয়ে
কেউবা দুই পা পিছিয়ে,
সঙ্গ ছাড়েনি, একে অপরের।
জীবনের প্রতিটি অধ্যায়ে মূল্যবোধ পাল্টাচ্ছে
তাই লক্ষ্যও পরিবর্তনশীল,
আজ যা তোমার চাহিদা
কাল তাতেই আমার পূর্ণতা,
এভাবেই টিকে আছে মিলনের ভারসাম্য।
এক সমুদ্র সরলতা তোমার মূলধন
আর আমার পুঁজি বলতে বিশ্বাসী ছোঁয়া,
নৌকা ভাসে, একটু থামে, আবার চলে
এভাবেই জীবন পৌঁছে যায় মাঝ দরিয়ায়
নির্দেশনায় উপরয়ালা, তাই লক্ষ্যহীন লক্ষ্য নিয়ে,
আমি তুমি অথবা আমরা হাঁটছি
আপন আপন পথে।