কবিতায় বলরুমে মহীতোষ গায়েন

রূপান্তরের দহন
যাকে যা ভেবেছিলাম
আসলে সে তা ছিল না,
যাকে যা বুঝেছিলাম
সে ছিল অন্য ধাঁচের।
যাকে কখনো ভাবিইনি,
ভাবাচ্ছে সে অনেক কিছু,
যাকে কেউ বুঝতে চাইনি
ছুঁয়ে চলেছে মনের মাটি।
আস্তে আস্তে যাচ্ছে খসে পাতা
আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মন,
প্রিয় মানুষ মুখোশে ঢাকে মুখ
রূপান্তরে পুড়ছে সুখের বুক।