কবিতায় বলরুমে মহীতোষ গায়েন

তুমি ও পলাশপুর স্কুল
তুমি থাক অহমিকায়
আমি চললাম এইবেলা,
মোহগুলো যাক চলে যাক
পড়ে থাক এ-মায়া খেলা।
রাত্রিবেলা ঘুম আসে না
আসে চাঁপা ফুলের গন্ধ,
তোমার আকাশে ইদানিং
দেখি বইছে বাতাস মন্দ।
পল্লীর সবুজ মাঠের পাশ
দিয়ে চলে রাতের শেষ ট্রেন,
সুখের চিন্তা খানখান হয়
মাথায় বাজে সাইরেন।
জানি না তোমার সাথে
আবার কি হবে দেখা,
পলাশপুর স্কুলে পড়াই
থাকি ক্লাসের শেষে একা।