ভ্যালেন্টাইনস স্পেশাল এ মহীতোষ গায়েন

সেন্ট ভ্যালেন্টাইনকে
(ইতিহাস আশ্রিত কবিতা)

তৃতীয় শতাব্দীতে আপনি রোমের পুরোহিত ও
চিকিৎসক ছিলেন,আপনার আত্মত‍্যাগ স্মরণে
১৪ফেব্রুয়ারি দিনটি ভ‍্যালেন্টাইন ডে।

আপনি ছিলেন একজন ধর্ম প্রচারক,রোমান
সৈন‍্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে আপনি
করাতেন বিবাহ অনুষ্ঠান।

রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস আইন জারি করে
সেনাবাহিনীতে চাকরি করা যুবকদের বিবাহ নিষিদ্ধ করেন,শুরু অন‍্যায়ের বিরুদ্ধে আপনার জেহাদ।

বিবাহের মত পবিত্র সম্পর্ককে উৎসাহিত করতে
এবং অন‍্যদের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলতে
গোপনে প্রচার ও কর্মসূচি নেন আপনি।

রোম সম্রাট জানতে পেরে আপনাকে মৃত্যুদণ্ড দেন,
প্রেমের জন‍্য,ভালোবাসার স্বীকৃতির জন‍্য জীবন
উৎসর্গ করেন আপনি।

আপনাকে ধর্ম প্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয়,সে সময় চিকিৎসার জাদুতে
কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি ফিরিয়ে সম্পর্ক গড়েন।

আপনার মৃত্যুদণ্ডের আদেশ হলো,কার্যকর হলো
১৪ফেব্রুয়ারি,কার্যকর হওয়ার আগে মেয়েটিকে
লেখা চিঠির শেষ কথা-‘লাভ ফ্রম ইওর ভ‍্যালেন্টাইন’।

সেই থেকে রোম সহ সারা পৃথিবীর অনুরাগী,প্রেমিক
মানুষ আপনার মহৎ কাজের জন‍্য এই দিনটি উৎসর্গ
করেন,আপনি তা জানতেও পারেন নি।

তাবৎ পৃথিবীর মানুষ আপনার নামটিকে ভালোবাসার
প্রতীক হিসেবে বিবেচনা করে,পোপ গেলাসিয়াস প্রথম
এই দিনটিকে ভ‍্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন।

এইদিন প্রতিদিন অক্ষয় হোক প্রেমের মাঝে,ভালোবাসার
মাঝে,সম্পর্কের মাঝে,শ্রদ্ধার মাঝে;প্রতিবাদে,প্রতিজ্ঞায়,
প্রতিরোধে অমরত্ব পাক মানুষের ভালোবাসা,প্রেম।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।