কবিতায় বলরুমে মহীতোষ গায়েন

আঘাত
এক একটা কথা,শব্দ,অক্ষর এক একটা আঘাত…
আঘাত পেতে পেতে হাড়,মজ্জা লোহা হয়ে হচ্ছে,
যতই সময় চলে যাচ্ছে ততই অন্ধকারে ভরে উঠছে চরাচর,
হাওয়া-মোরগ প্রতিনিয়ত ঘুরছে।
রাস্তার মোড়ে গভীর রাতে এক প্রকৃত মাতালকে
নিয়ে মেতে উঠেছে কিছু ভ্রমান্ধ সুস্থ মাতাল…
রাতের শেষ ট্রেন চলে গেল বিকট বাঁশি বাজিয়ে,
পূব আকাশে ঢলা চাঁদ মুচকি হেসে ডুবে গেল।
এভাবে ঘুরতে ঘুরতে স্বপ্নগুলো আলোকবর্ষ
দূরত্বে চলে যাবে,তারপর খেয়োখেয়ি,চুলোচুলি,
সুস্থ সম্পর্কের মধ্যে সন্দেহের চোরাস্রোত বইছে,
আঘাতে আঘাতে একদিন প্রত্যয়ী হবে প্রত্যাঘাত।
একদিন রক্তিম সূর্য ওঠা ভোরে ভুবনডাঙার মাঠে
শপথ নেবে পথহারা সব মানুষ,অবলীলায় তারা
কাঁটাঝোপ মাড়িয়ে গড়ে তুলবে সুখের ইমারত,
আঘাত পেতে পেতে মানুষ হয়ে উঠছে অগ্নীশ্বর।