কবিতায় বলরুমে মহীতোষ গায়েন

মায়া – হরিণের সুখ
শীতল জোৎস্নায় কথামৃত পড়তে পড়তে সোহাগ
পেতেছে কেউ,ঈশ্বর তুমি নির্দেশ দাও মননে মুকুট
কেউ সঁপে দিক,দিক দেহমঞ্জরী,উদার বাতাসে ঢেউ।
উড়ে যাবে মন এক পলকে ডানা মেলে দিয়ে দূরে-
মাদলের সুরে ভেসে যাবে দিক,বহ্নিশিখায় ঝর্ণা,
কুমারী চাঁদের বুকের ভিতর লুকিয়ে আলোকপর্ণা।
অনাদি অনন্ত গ্রহগুলো সব মেতেছে গণ্ডগোলে…
দাবদাহের মত বিরহের জ্বালা কুয়াশা ঘিরেছে মুখ,
বয়স দৌড়ায় হরিণের মতো পুড়ে ছাই তবু সুখ।