কবিতায় পদ্মা-যমুনা তে মোহাম্মদ শামীম মিয়া

শীতের চাদরে উষ্ণতা
ষড়ঋতুর এইদেশে পৌষ- মাঘ শীতকাল,
ঠান্ডায় জীবন-মন হয়ে উঠে বেসামাল।
প্রকৃতি ঢাকা থাকে সাদা বরফের চাদরে,
উষ্ণতা খোঁজে সবাই গ্রাম শহর বনেবাদাড়ে।
রাত শেষে আসে দিন সূর্যের দেখা নাই,
নুয়ে পড়া ঘাস যেন ঠাণ্ডায় জমে যায়।
ফলমূল-শাকসবজিটা থাকে বেশ তরতাজা,
এই সময়ে পিঠা-পুলি খাওয়া খুবই মজা।
হলুদ সরিষার মাঠ ভরে উঠে ফুলে,
মৌমাছি মধুর লোভে যায় দলে দলে।
গল্প ও গান চারিদিকে জমে উঠে মেলা,
মৃদু হাওয়া পাখনা মেলে করে কত খেলা।
সবুজ ঘাসের বুকে শিশিরের কণা ঝরে,
সূর্যের আলো মেখে কত ঝলমল করে।
কলসির মুখ ভরে মিষ্টি খেঁজুরের রসে,
গাঁয়ের বধূ নকশীকাঁথা সেলাই ঘরে বসে।
সবখানে শীতের আমেজ ঠান্ডার অনুভব,
শীতের চাদরের উষ্ণতাকে খুঁজে বেড়ায় সব।