মার্গে অনন্য সম্মান মিতা দাস বিশ্বাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০০
বিষয় – শুধু তোমার জন্য
প্রতিটি মুহূর্ত অপেক্ষা মোর শুধু তোমার জন্য প্রীয়,
সেই কবে হারিয়ে গেছ আমার তো কিছুই ছিল না অদেয়।
কৈশরের পা ফেলা পথে এসেছিলে জীবনে আমার।
বলেছিলে হাতটি বাড়ালাম হৃদয় থেকে,
পারবে কি পথ চলতে আমাকে তোমার হৃদয়ে রেখে?
কালো মেয়ে আমি সবাই আমায় অবহেলা করত,
কেউ তো হেসে আমাকে অমাবস্যার চাঁদ বলতো।
মা ও আমাকে কাছে টানত না ,
সর্বসময় আমি ছিলাম মায়ের হৃদয়ের যন্ত্রনা।
ভাই,বোন আমাকে কখনো সাথী করতো না,
বলতো তুই আমাদের সাথে কোথাও যাবি না।
তোর চেহারা দেখে ভুসন্ডীর কাক মনে হয়,
সবাই কেমন যেন অবহেলা নিয়ে দেখত আমায়।
একটি মানুষ কখনো বলে নি আমি এত কুৎসিত একটি মেয়ে,
বলতেন বাবা রুপ নয় মা গুন দেখে বিচার শ্রেষ্ঠ যে।
নিজেকে তৈরি করা তো মা দেখিয়ে দে এই রুপ পৃথিবীতে দামী না,
বুঝিয়ে দে অমাবস্যার রাতেই পুজো নেন শক্তির পুজ্যা কালী মা।
বাবার কথাকে পাথ্য করেই জীবনে প্রতিষ্ঠিত এক নারী আমি,
কিন্তু তুইও যে বলেছিলে আমি তোমার জীবনে ভীষণ দামী।
“নীলা”র মতো শক্তি রুপিনী আমায় তুমি ধারন করেছ,
আমি তোমার শ্রেষ্ঠ সঙ্গীনি এ বলে স্বপ্ন দেখিয়েছ।
জানি না হঠাৎ কোথায় হারিয়ে গেলে আমাকে কি ভুলে গেলে?
রাত জেগে কাটে জীবন কোথায় গেলে আমার প্রশ্নের উত্তর মেলে।
তোমার কফিনবন্দী শরীরটা যখন রেখে গিয়েছিল,
সেদিন সত্যি জীবনে আমার অমাবস্যার কালো রাত নেমে এসেছিল।
বীরসৈনিক শহিদ হয়েছিলে দেশের দশের গর্ব,
আমার স্বপ্নগুলোও শহিদ হয়েছিল তবুও তুমিই আমার গর্ব।
আজো আমার দুরন্ত চাওয়া আসবে আবার তুমি,
শুধু তোমার জন্য নতুন করে আসব আবার আমি।
অপুর্ন ভালোবাসা সেদিন দেখ সার্থকতা পাবে,
হাসি, আনন্দে জীবন মোদের এ ধরাতে কেটে যাবে।।