দিব্যি কাব্যিতে মলয় দাস

খাঁটি সোনার গল্প

আমার মৃত্যূর পর কিছু মাটি খুঁজেছিলাম কবর দেবার জন্য
আমি মানে,আমার স্বপ্ন, আমার আশা-আকাঙ্ক্ষা, আমার ইচ্ছে,আমার ভালোবাসা,আমার প্রতিবাদ, আমার বিশ্বাস,আমার সব॥
চারিদিকে শুধু অবিশ্বাস, হিংসা,ঘৃণা,স্বপ্নভঙ্গের অট্টালিকা ।
কোথায় যে আমার মৃত্যুকে একটুকরো মাটি দিতে পারি জানি না যদি পারতাম সেই কবরের উপরে একটা অক্সিজেনের গাছ লাগাতাম ।
অক্সিজেনের আগুনে পুড়ে শুদ্ধ হতো আমার শরীর যেখানে একটা হৃদয় থাকতো তোমার জন্য না তোমাদের জন্য না পৃথিবীর জন্য ॥

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।