T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় মধুমিতা ধর

কোজাগরী
আকাশ গাঙে পূর্ণিমা চাঁদ
ঘরেতে দীপ জ্বালাই,চল
মাগো,তুমি পা রেখেছো
ঘরে ঘরে খুশির ঢল।
মাতৃরূপে এলে তুমি
থেকো মাগো ঘরটি জুড়ে
উলু দিয়ে,বরণ করে
রাখব তোমায় আপন করে।
কোজাগরী কে জাগে রে
এমন অঝোর জ্যোৎস্না রাতে
ভাঙা ঘরেও আলো থাকুক
রেখো মাগো দুধেভাতে।
জাগছে যারা পেটের জ্বালায়
তাদের সাথে তুমিও জেগো
গরীব দুখী সবার ঘরে
তোমার রাতুল চরণ রেখো।