কবিতায় মধুমিতা ধর

আলোর বিপনী
চাঁদরঙ চলকেছে জলে
মায়াবী আলোর মাদকতা
রাত ভারে শ্লথ হয় গতি
চুপ হয় সব কথকতা।
ছেঁড়া ছেঁড়া জোছনার মায়া
এঁকে বেঁকে ছুঁয়ে থাকে রাত
টুপ করে নেমে যায় জলে
শিশিরে শিশিরে ধারাপাত।
রাত বুঝি অধরা কামিনী
দিগন্তে ভোর নেমে আসে
ঝিম্ লাগা স্বপনের ঘোর
আনমনে বাঁধে বাহুপাশে।
আঁধারেতে লুকোচুরি খেলা
মেঘে ঢাকা চাঁদমুখ খানি
জোছনার খিল খিল হাসি
ঝলমলে আলোর বিপনী।