পরিযায়ী মন মানেই হারানো সুরের কথা,নীল আকাশের কথা,বাদলা মেঘের কথা,পেঁজা তুলোর ভেসে বেড়ানোর কথা।।শরতের আকাশের এক অমোঘ টান আছে, শিউলির গন্ধ আছে,কাশ ফুলের এক মাদকতা আছে, আছে এক দিন গোনার পালা,পরিযায়ীরও ছিল।।পুরনো দিনগুলো এক আত্মীয়ের মতো বন্ধুর মতো ছিলো।।ভোরের প্রথম অন্ধকারে দাপাদাপি ছিলো খেলার মাঠে যখন দূর থেকে ঢাকের শব্দ ভেসে আসতো কানে দিনগোনা শুরু বিশ্বকর্মা দিয়ে তারপর মহালয়ার ভোর,কোন ভোরে মহালয়া তাই নিয়ে আলোচনা জমে যেতো আর সবচেয়ে ভালো লাগা ছিলো ঘুম ভাঙা ভোরের বিছানায় এঘর ওঘর মিলেমিশে যেতো আধো ঘুম জড়িয়ে সবার গল্প না সেসব ইতিহাস,যেমন ইতিহাস মহালয়া শুনতে শুনতে ঘুমিয়ে পরা কিন্তু স্বীকার না করার এক স্বপ্ন।।এখনতো রেডিওর সেই সুর হারিয়ে গেছে টেলিভিশনের অসুরমর্দিনীতে তাও এই প্রজন্ম একাত্ম হয় কিনা জানা নেই।।এভাবেই সব ইতিহাস ইতিহাস হয় শুধু পরিযায়ীর স্মৃতিতে বেঁচে থাকে থাকবে।।