T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় মহুয়া দাস

ও মেয়ে
কালো মেঘে ঢেকে গেছে
আজ চরাচর
আলো নেই এতটুকু,
কোথায় দাঁড়াবি বল?
রাতদিন এক হয়ে গেছে
বুকে জমছে ক্রোধের আগুন,
এ আগুনে ছাই হবে কালো
বাঁচবে না এতটুকু।
ও মেয়ে, তোর লজ্জা
আমরা ঢাকতে পারি নি সেদিন,
সে আমাদেরও লজ্জা
ক্ষমা নেই জানি এ গ্লানির।
লক্ষ মেয়ের চোখের জলে
তোরই চোখের জল,
যন্ত্রণা আর ক্রোধের আগুন
নিভিয়ে দেওয়ার ছল।
দিকে দিকে আজ রণসাজ
হারবে না কোনো মেয়ে,
তোরই শেষ ইচ্ছেটুকু
আগুন হয়ে ফুটুক।
আগুনে আগুনে হাঁটি
সকলের মুখ দৃঢ়,
নৃশংসতার বদলে আজ
আগুন জ্বেলে দেবো।
আয় মা বিষাদ গানে
তোর কান্নাকে ধুই,
নতুন ভোরের কাছে
মাথা নত করে শুই।