কবিতায় মধুমিতা ধর

মনের লাগাম
যে জন আমার হৃদয় মাঝে
ঘুমিয়ে আছে অন্তরীণ
মুক্ত হল সুপ্ত গাথা
কোথাও যেন বাজছে বীণ।
সুখের পালক খুশীর নোলক
মনে উথাল ঢেউ তোলে
সুদূর পারের ডাক এসেছে
মনের পাল্লা দি খুলে।
শব্দ গুলো এলোমেলো
ঘুরছে শুধুই দিগ্বিদিক
গুছিয়ে নিয়ে তোমার নামে
একটা চিঠি লিখব ঠিক।
ঝুমকো লতার গয়না গায়ে
নাচছে সুখে বল্লরী
উদাস হাওয়ায় চিত্ত মাতাল
ঘূর্ণিপাকে মন তরী।