• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় মৃণালেন্দু দাশ

অভিমান

ছোটকু ছুটতে ছুটতে সোজা রান্নাঘরে ঢুকে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল ৷ মা বীণাপানি তো চমকে উঠলেন ৷ এতবড়
ছেলে হঠাৎ তার কোলে ঝাঁপিয়ে পড়ল ৷ আশ্চর্য ব্যাপার ৷
এরকমটা তো হওয়ার কথা নয় ৷
ছোটকু এখন উচ্চমাধ্যমিক দেবে ৷পড়ার কত চাপ ৷আর সে এখন অনেক বদলে গেছে ৷ বেশ একটা গম্ভীর গম্ভীর ভাব ৷ অনেকটা যেন তার বাবার মতো ৷
বাবার কথা মনে হতেই মা বীণাপানি দেবী স্মৃতির কোন অতলে তলিয়ে গেলেন যে ৷তার আর খেয়ালই নেই ধারি ছেলে ছোটকু তার কোলে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে ৷
আসলে ছোটকু আজ সকালে বুড়ো শিবতলার থানে এমন একজন জটাজুটোধারী সন্যাসীকে দেখলেন ,তিনি দেখতে অবিকল তার বাবার মতো ৷যে কিনা বারো বছর আগে হারিয়ে গিয়েছিলেন ৷ কত খোঁজাখুঁজি তবু তার দেখা মেলেনি৷
আর আজ তাকেই দেখলেন অন্যরুপে তফাৎ শুধু লম্বা দাঁড়ি গোঁফ আর মাথাভর্তি জটায় ৷ কিন্তু কন্ঠস্বর সেই বাবার মতন এক ৷
ছোটকু তাই ,নিজেকে সামলাতে না পেরে আশ্রয় নিয়েছে মায়ের কোলে ৷ আর তার যত রাগ অভিমান এখন অশ্রুধারা হয়ে বয়ে চলেছে !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।