কবিতায় মধুমিতা ধর

শেষ অধ্যায়
মুহূর্তরা ক্রমান্বয়ে হয়ে যায় বাসি
দেওয়াল ফুরিয়ে এলে,আলসেতে বসি।
দিনান্তে হিসেব লেখে মুখচোরা আলো
গোধূলি আকাশে মেঘ ছায়া ছায়া কালো।
দিনলিপি মুছে যায়,ওড়ে পোড়া ছাই
মনের ভিতর ঘরে দেওয়ালি সাজাই।
কর্পূরের মত উবে চলেছে জীবন
আগুন উসকে বসে আড়ালে শমন।