সাতে পাঁচে আজ মাথুর দাস

দাম

দাম বাড়ে না, বেড়ে যায় তবু, বাড়াতেই হয় চাপে ;

কর্তা কর্ম করণ কারকেরা সব আচমকা নিশ্চুপ ।

সন্ধি কোথাও হয়ে যায় ঠিক কখনও খাপে খাপে,

অজুহাতেরা নানান ভঙ্গিতে দেখায় যে কত রূপ !

ভাবছ কোথাও ঘাটতি রয়েছে ! থাকাটাই স্বাভাবিক,

চাহিদা-জোগান গল্পের রেশ ছড়ায় সবেগে চতুর্দিকে ।

ছাপ পড়ে যায় ইচ্ছেমতন দ্রব্যের গায়ে ঠিক ঠিক,

সে সব লেবেলে সব এলেবেলে, আসল দাম ফিকে ।

দাম বাড়ে না, বেড়ে যায় তবু, বাড়ানোই হয় ঢের ।

কতজন পারে সইতে তেমন বাড়তি দামের ছ্যাঁকা ?

নিত্যদ্রব্য লাগামছাড়া, নিয়তই ছাড়ায় লখন-রেখা,

কী জানি কবে হাতের নাগালে দাম আসবে ফের !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।