কবিতায় মীনাক্ষী চক্রবর্তী সোম

কলমের নিবে নীল বিষাদ
ভুলের ঢেউ ঠেলে একদিন উপান্তে পৌঁছোয় জীবন
ফিরে দেখা ক্ষণগুলো শুধরে নেবার ব্যাকুলতায়
পোড়ামনে অকারণ আনচান
হিসেবের খয়রাত নক্সা কাটে নতুন দিনের।
জাগতিক আশা নিরাশার গোলকধাঁধায়
জীবনের গলিপথ জুড়ে মিলনবাসর খেলা
তবু কবিতায় ভাসে আগ্রাসী সময়ের ছবি
কলমের নিব বেয়ে গড়ায় নীল বিষাদ।
হিসেবের ঘর ভুলের ভারে দীর্ণ জেনেও
মুষ্টিবদ্ধ হাতে শপথবাক্য পাঠ করে হৃদয়।।