T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মৌসুমী চট্টোপাধ্যায় দাস

বহুরূপে সম্মুখে
জানো কে আমার উমা?
মায়ের আগেও যে নার্সদিদিটি
কচি গালে দেয় চুমা।
জানো কে দুর্গা আমার?
দুই হাত দিয়ে ধান রোয়
আর সামলায় তার খামার।
কে বলো তো পার্বতী?
অ্যাসিডের ক্ষত গালে তার,
তবু হয়নি পড়ার ক্ষতি।
অন্নপূর্ণা কে সে?
ভিক্ষের ভাত অনাথ শিশুর
পাতে ঢেলে দেয় হেসে।
কে বল আমার কালী?
ক্যারাটের প্যাঁচে ধরাশায়ী করে
কু দৃষ্টি, গালাগালি।
জগদ্ধাত্রী কই?
প্রাইমারি স্কুলে একা সামলায়
মিড ডে মিল আর বই।
ভবানী আমার ও যে,
অক্সিজেনের থলি পিঠে নিয়ে
গিরির চূড়াকে খোঁজে।
ওই যে আমার তারা,
সমানাধিকার আদায় করতে
বরণ করেছে কারা।
নেই প্রয়োজন পূজার,
বিশ্ব মানব দিক সম্মান
অন্তর করে উজার।