T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মনোজ চৌধুরী

আবহাওয়া দপ্তর
খবর আছে বাতাসের ভীষণ জ্বর
স্মৃতিরাত্মা খুন করেছে অন্তর্জাল
দূষিত শহরে- মন বড়োই স্বার্থপর
এখানে মন নিয়ে খেলে বেসামাল।
সময় নেই কারো সময় যে কৃপণ
স্যোশাল মিডিয়ায় কাটছে প্রহর
সম্পর্কে দূরত্ব বাঁধায় সংকীর্ণ মন
মানুষ নয় দূরভাষই ঘনিষ্ঠ দোসর।
খবর আছে সবুজ ধ্বসে দাবানল
করছে আকাশ মাটির উপর রাজ
রক্তালাশে রাস্তাঘাট লিপ্ত অনর্গল
চুপচাপ দেখছে সবই সুপ্ত সমাজ।
মানুষ মানুষ খেলা;চারিদিক খবর
ভালোবাসা কৃপণ জানাচ্ছে দপ্তর।