T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মণিমালা চ্যাটার্জী

জীবন সংবাদ
মনে হল যেন এক হিমশীতল প্রবাহের
সংস্পর্শে ভ্রান্ত, বিচলিত আচ্ছন্ন চেতনায়,
সমাধি সৌধ গড়ে উঠল এক প্রেম প্লাবনের।
কখনো আপনজনের সাথে বিবাদ-প্রমাদ,
কখনো অনাত্মীয় বন্ধুদের সাথে আত্মবাদ,
ধীর -শান্ত জীবনে, সহসা একি তীব্র সংবাদ!
হিমের কুহেলিকায় আচ্ছাদিত স্বর্ণশিখর,
সবুজ উপত্যকায় মোড়া এক স্বপ্নময় প্রান্তর,
দিব্যদর্শন কি সম্ভব, যখন অভাব আলোর?
সব আছে কিন্তু নেই, আর দুরূহ কিছু প্রাপ্তি,
তাই নিয়ে মনে দোলাচল, কি যেন অতৃপ্তি,
উত্তাল সমুদ্রের বুকে কখনো ঝড়, কখনো শান্তি!
নীল আকাশের চাঁদোয়ায় সবুজ খুশীর আগমনী,
আনন্দের আশীর্বাদের সূচনায় কণ্টকাকীর্ণ পদধ্বনি
জীবন এক মুখর বিদ্রোহ, আলো -আঁধারির কাহিনী।
আলোর উৎস সন্ধানে অনন্ত যাত্রা কালের পথে, গহীন সাগরের বুকে এক পালতোলা নৌকা নিয়ে, বাতাস যদি প্রতিকূল হয়, তখন কলম হবে বৈঠে
কিছু বাস্তব, কিছু কল্পনা মিশবে জীবন-পাতায়, শোক নয় ,অভিযান অনন্ত ,আলোর আলেয়ায় ।