কবিতায় মানস চক্রবর্ত্তী

ভোরের শিশু

এই স্বদেশ
এ আমার মা, প্রত্যয় আর ভালোবাসা |
তবুও দেবদারু বনে উত্তেজনা ?
কে যেন ছুঁড়ে দিয়েছে তার ভিক্ষার ষোল আনা
নষ্ট ভ্রূণের মতো ভ্রষ্ট আজ মানুষের ঠিকানা
পথে পড়ে কাঁদে কিশোরী মায়ের বঞ্চিত বেদনা
কে দেবে অন্ন ?
কে দেবে প্রাণ ?
লেখা হয় নাই সংবিধানে তার ফরমান |
রক্ত আর ঘামে কুমারী জননী কাঁদে
কচি শিশু , উলঙ্গ যীশু ভোরবেলা রাজপথে |
সক্রেটিস , পার্টাস্কাস , যীশু এই ভোরের শিশু
তারাই আনবে গান
তারাই আনবে প্রাণ
দশে দশে , দেশে দেশে , বিপ্লবের অভিযান |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।