আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ মণিমালা চ্যাটার্জী

শূন্যতা
দেখেছো কি কখনো আকাশ?
ভালো করে, মন দিয়ে?
কত বিশাল কত সুনীল!
অসীম নীলিমার উদার ব্যাপ্তি,
বিশ্বের মাথায় নীল ছাতা!
এই অন্তহীন মহাকাশ,
শূন্যতার এক বিশাল পর্যায়!
তার নিজের যেন কিছুই নেই,
সম্পূর্ণ রিক্ততা…
তবু তার গায়ে আঁকা এ ব্রক্ষাণ্ড,
সব জীবন আলেখ্য…
এক শূন্য থেকে আরেক শূন্য…