কদমের গন্ধে কত রংচটা স্মৃতি যখন পরে থাকে
লেবু পাতায়
তখন মেয়েবেলার জোৎস্না ফুলের অসংখ্য ঠাসা বিকেল জমে যায় দেউড়ির মাঠে ভলি খেলায়।
আমি রোগা হাড় জিরজিরে কাঁচুলির মতো মাঠের মিডল ম্যান।
চল্লিশোর্ধ ছ ফিট লম্বা পাড়ার দাদা মনুদার
গয়নায় মিনের মতো , বাতেলাগুলো বেদবাক্যের মতো গিলতো সব অবুজ ছোট মন।
চ্যাম্পিয়ন খেলতে গিয়ে চাপ মেরেছে যখন অপর পার্টি
তার আগে মৌরি মুখে মনুদা সাদা জার্সি তে ঘেমে নিয়েছে
আর মাটি মাখা ভলি বল, মনুদার পেতে দেয়া বুকে এসে সাদা জার্সি তে ছাপ ফেলে দিয়েছে ,বলে লেখা
“স্পেশ্যাল কোয়ালিটি ” ।
যা আজকের দিনে ও কোনো প্লেয়ার ভাবতেও পারে না।
এই অসামান্য মুখরোচক রেসিপি মনুদা কে আজও স্পেশ্যাল কোয়ালিটি করে বাঁচিয়ে রেখেছে।