কবিতায় বলরুমে মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

অস্থির সংসার
একটা অস্থির ঘেরাটোপে বয়ে যাওয়া খামখেয়ালি স্রোত।
যেখানে কি দোষ কার দোষ ই বা ঘুরপাক খাচ্ছে
পূর্ণিমার চাঁদ দেখে তা বোঝার উপায় নেই।
এই আষাঢ়ে শরতের নীল সাদা পুঞ্জমেঘে
অসহ্য গুমোট ফেটে পরা রাগে গাছেরা শান্ত।
তখনই এক খন্ড কালো মেঘে অজস্র বিষণ্নতা।
কত কত অশান্তি মুখে চাপা বুকে জমছে অসহায়তা।
আর এই সমস্ত অসহয়তা দূর করে একটা নরম আলো।
অথচ এই নরম আলোর প্রেমে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে একটা অস্থির সংসার।