কবিতায় মমতা ভৌমিক

আকিঞ্চন
আকাশের রঙ ফিকে হলে বুঝি
তোমার বুকে মেঘ জমেছে।
ক্লান্ত মনের অন্তর্বাস খুলে
ধীরে ধীরে নিজেকে মুক্ত করি
চাঁদের আলোয় পাশাপাশি থাকি অনেক্ষণ
শেষ হয় না পরস্পরকে অন্বেষণ!
এক সময় সময়ও হেরে গিয়ে
ঢলে পড়ে রাতের গভীরে।
এ ভাললাগা বুকে নিয়ে
রাতের পর রাত পার হয়ে যেতে চাই
যে অতৃপ্তি বুকের ভেতর অহরহ তাড়িত করে
তার নামই কি তবে ভালবাসা?
এক সময় স্বর্গ ও নরক
মিলেমিশে একাকার হয়ে যায়
অবয়বহীন ভালো লাগা আর না লাগার মাঝে।
আমি যে চিরন্তন সোনাঝুরিবন
বুকে নিয়ে রাঙামাটির পথ
পায়ে পায়ে চোখের সীমানা পেরিয়ে বহুদূর
তুমি স্বপ্নের সে খোয়াই নদী
বয়ে চলেছ পাশে পাশে ছুঁয়ে ছুঁয়ে
মৃদু কলতানে যেন স্বর্গ নেমে এসেছে
আমাদের ঘিরে।