কবিতায় মৃণালিনী ভট্টাচার্য্য

পৃথিবীর শ্রেষ্ঠ জীব
(কেরালায় নৃশংসভাবে খুন হওয়া এক গর্ভবতীর করুণ আর্তনাদ)
আমি শুধু চেয়েছিলাম আমার সন্তানকে জন্ম দিতে ওই আদিগন্ত খোলা হাওয়ায়, ওই নীল আকাশের নিচে, অনন্ত প্রেমের আশ্রয়ে জন্ম নেবে আমার সন্তান ।
কি দোষ ছিলো গো আমার???
অতি যত্নে তিল তিল করে পালন করেছিলাম আমার সন্তানকে।
নিজের ক্ষিধে,তৃষ্ণা ভুলে।
কত আশা, কত স্বপ্ন দেখেছি আমি।
পেট স্পর্শ করে শুনেছি তার নড়াচড়া ——–
সে বলেছিল আমায়____ কবে আমি দেখব সুন্দর পৃথিবী কে???
আমি কথা দিয়েছিলাম তাকে দেখাবো তাকে ছন্দে গন্ধে ভরা স্নেহময় এক সুন্দর পৃথিবী।
কি যন্ত্রণা _ কি যন্ত্রণা আমি ভোগ করেছি,
কি করে পারলে এত অমানবিক নিষ্ঠুরতার একটা অধ্যায় গড়তে???।
তোমাদের দেওয়া অসহনীয় মৃত্যু যন্ত্রণা সহ্য করেও শত চেষ্টা করেছিলাম আমার সন্তানকে রক্ষা করতে।
না আমি পারিনি —–
আমি হেরে গেছি তোমাদের পৈশাচিকতার কাছে,
আমার ও আমার সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখেছ তোমরা তারিয়ে তারিয়ে।
কি নির্মমভাবে উপভোগ করেছ
মাতৃত্বের কষ্টকে —–
তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব।