কবিতায় মমতা ভৌমিক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
গােলাপী
গতকাল সারারাত ধরে
গােলাপী প্রেমের ফসিল খুঁজেছি
শহরের কোণে কোণে
উন্মাদনা বলে গেছে খোঁজো
প্রেম যে মরে না এতটুকু বােঝে
পাখি উড়ে যায় বনে
উরুতে দেখেছি সিগারেট-পােড়া দাগ
নখের আঁচড় খাঁজে
তবু একে যদি তুমি আদর বলাে
গােলাপের ছেঁড়া পাঁপড়িগুলাে
খসে খসে পড়ে লাজে
নান্দনিক এক সুখকে দেখেছি
উড়ে যায় ডানা মেলে
ওর বুকে আঁকা স্বাধীন চেতনা
বলে বার বার আমাকে বেঁধাে না
নারী নই আমি বিদ্রোহিনী
ছােট করে কাটা চুলে
গােলাপী প্রেম তাে নষ্ট শিবির
শিরদাঁড়া বাঁশি কবি ভ্লাদিমির
কবেই সে তাে ফসিল হয়ে
পড়ে আছে তরুমূলে।