কবিতায় মধুমিতা ভট্টাচার্য

নদী নামে
মাঝে মাঝে মনে হয়
নদীরও এক চুপিসারে
নাম আছে।
সেটা ছোঁয়ার চেষ্টা করেও
জানতে পারিনি।
হতে পারে সে নাম “চুপিলতা”
অথবা “মাধুরীলতা”।
বেশ হতো ইছামতী চুপিলতা
নর্মদা মাধুরীলতা।
নদীর নামে কি এসে যায় যদিও
নদী নামে তো মনে
মন ছুঁয়ে শরীরে।
চুপিলতা! মাধুরিলতা!
নামবে নাকি নদী নাম নিয়ে?