T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় মিষ্টিবৃষ্টি

কবিতা দিবস
কবিতাভবন
কবিতাভূবন
কবিতাযাপন দিন ..
বিশ্ব মুঠোয়
স্মরণদিবস,
শোধ্ কবিতার ঋণ !
..কবিতা তোমায় নিয়ে ওতপ্রোত গ’লে-মিশে গেছি
বারো বাই দশ ঘরে তিনশো পঁয়ষট্টি, চব্বিশ বাই সাত,
কবিতা বন্ধু হও, কবিতা, এ- হাতে রাখো হাত !
কবিতা তোমায় নিয়ে
ডালে-ভাতে দিন-প্রতিদিন —
কবিতা তোমার সঙ্গে আশা রাখি সাড়ে তিন হাত,
দিন শেষে মাটির জমিন —
কবিতা তোমার সঙ্গে কানাকানি, প্রেম সারারাত ..
কবিতা তোমাকে চাই, পাই ।
দুপুরের প্রতি গ্রাসে, সকালের চায়ে,
আমার তোমার তার প্রতি ঠিকানায়, মিশে আছো ।
তোমাকে খুঁজতে গেছি কতো আঘাটায়, হেঁটেছি ক্রোশের পর ক্রোশ
রাতে তার হৃৎস্পন্দনে, শুনেছি ঢেউয়ের আক্রোশ,
কবিতায় ..
শিরা-ধমণীতে মিশে গেছো,
প্রিয় কবিতা, ও শব্দহীন ফুল,
বছরে একদিন নয়, প্রতিদিন হও,
প্রিয় কবিতা,
.. আমার প্রিয় ভুল ।।