T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় মধুপর্ণা বসু

আমি বাংলার মুখ
মুষ্টিবদ্ধ হাত খুলে দিয়েছো লুব্ধতায়
চেনা স্লোগান কি আজ দূরাগত!
মাটির গন্ধ সেই ঘামে ভেজা অবিকল,
সরীসৃপের মতো বুকে হাঁটো, হিসহিস,
রক্তাক্ত জখম হয় কি? মানবজমিন;
স্মৃতি তবুও গর্বের শব্দশ্রমিক হৃদয়ে।
আজ যারা বেনোজলের জোয়ারে
গড্ডরিকা স্থাবর পাঁকের তলায় কীট,
জাবরকাটা দুপেয়ে জীব,নির্বুদ্ধি জনতা
একটা মহা প্রলয় হোক হে ভাষা ঈশ্বরী-
সব ভ্রষ্ট রাজ্যপাট উলঙ্গ হোক,
পচাগলা শবের পাহাড় সাফ করে আসুক
বাংলার কোন এক লৌকিক ভগীরথ।
সেই ধাবমান কাল, সেই রক্তক্ষয়ী সমর্পণ
শুধু প্রিয় মাতৃভাষা, মধুর বোল-
যেন অমরত্ব পায়, আজ ও আগামীতে।
এইতো ছিল শুধু অমৃত ফল, শেষ চাওয়া
ঝুপড়ি থেকে প্রাসাদ, এক সুরে এক শব্দে
এই ছিল শুধু জেহাদ, মধুর ভাষার স্বাদ,
আজও কানে ধ্বনিত হোক, জয় বাংলা
বাংলার শহিদ ভাইয়ের নামে লেখা ইতিহাস।