কবিতায় মমতা ভৌমিক

রঙ
পাতার রঙে সবুজ ছিলে তুমি
আমার মনের রঙে হলে নীল
ঈর্ষা করে বলল দুরের আকাশ
ঈস! কি ভীষণ ওদের মনের মিল।
বসন্ত কি হলুদ রঙের হয়?
হলুদ রঙের অমলতাসের মত?
কিছু হলুদ ধার নিও ওর কাছে
রাঙিয়ে যেও আমায় অবিরত।
একটু রাঙা লজ্জা আবীর ছুঁয়ে
যেই না আমার গালটা হল লাল
মুগ্ধ চোখে রইলে চেয়ে তুমি
আমায় যেন দেখনি কতকাল!
আমি তখন দুটি বাহুর ডোরে
বাঁধছি তোমায় কত আপন করে
তোমার সাথে আমার এ পথ চলা
নিয়ে যাবে নতুন কোনো ভোরে।
একটি মুঠো আবীর হাতে নিয়ে
বেঁধে দিলে আমার আঁচল কোণে
বললে দিলাম আমার সব বসন্ত
আমায় রেখো হৃদয়ে সংগোপনে।