T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মলয় বন্দ্যোপাধ্যায়

আমার উমা
বৃষ্টি ধরে এলে গুটানো ছাতার
ভাঁজে মেলে রাখা জল
শুকোতে দেয় চোখের কোন
নকশী কাঁথার মত বর্ণালী আবদারে
ঢেকে রাখে জলে ভরা ঝিনুক নাভি,
আঁচলের ছায়াঘর আবিরাম
লুকিয়ে চলা গোপন ক্ষত
অঞ্জলি তবু আমি প্রতিমায় দিই
ফুল হয়ে মিশে গেলে ডালিম ফুলের
ঘ্রান মায়ের খুশি মুখে জগৎ জননী ।