T3 || নারী দিবস || সংখ্যায় মলয় বন্দ্যোপাধ্যায়

বারে বারে
জীবনে যেটুকু শিখেছি বেঁচে থাকা
সেটুকু তোমাকে দেখা
যেটুকু বৃষ্টিতে ভেজা
তোমার ভিজে চুল ফোঁটা ফোঁটা
বেলা বয়ে যাওয়া গড়িয়ে দুপুর
ঝরা মহুল পাতায় ছেয়ে থাকা তোমার বাড়িফেরা
যেটুকু নিজেকে নিজের না পড়া অধ্যায়
তোমাকে ছোয়ার পৃষ্ঠা অমৃত না পান করে অন্য উপন্যাসে রং মাখা।