কবিতায় মমতা ভৌমিক

দেখো আলোয় আলোয়
ওরে প্রজন্ম মুখ তুলে তুই তাকা
আলোর বাহারে আকাশ মেলছে ডানা
দিগন্তরেখা নয় নয় বেশি দূরে
পার হলে ফের নতুন কোনো ঠিকানা
এই জন্মে তো ঢের হলো কাঁদা হাসা
স্মৃতির পাহাড় পাঁচমিশালী ও স্বাদু
ভুল ভুলে গিয়ে ঠিক শুধু থাক মনে
ও কিছু নয় মায়া ও মোহের জাদু
ওরে প্রজন্ম আগামীর শোনো ডাক
অসীমের কোলে হয়ত বা ঠাঁই পাবো
তুলে দিয়ে হাতে মাঝি নৌকার দাঁড়
হাসতে হাসতে আর নাচতে নাচতে যাব।