কবিতায় মিতালি ভট্টাচার্য

আমার তুমি
যখন মেঘলা আকাশ পানে চেয়ে থাকি
তখন কেন বলো কাজ পড়ে আছে অনেক বাকি,
এ কেমন কেমন তুমি বুঝেও আমি বুঝি না যে,
যখন নিকষ কালো মেঘে বৃষ্টি আসে ঝমঝমিয়ে
ভীষণ ইচ্ছে করে সিক্ত হতে দেহে মনে,
তখন কেন নিষেধের ছাতা ধর আমার অঙ্গে
এ কেমন কেমন তুমি বুঝেও আমি বুঝি না যে,
যখন হারানো শৈশব ছুঁতে চাই
ভাসিয়ে নৌকা জমা জলে
তখন কেন বলো
এ ছেলেমানুষি এ বয়সে মানায় না যে,
এ কেমন কেমন তুমি বুঝেও আমি বুঝি না যে,
কত বসন্ত, বর্ষা পেরিয়ে গেছি
মনের কোন অজান্তে
এই তুমি আমার আছ
যেমন ছিলে প্রথম দিনে
এ তুমি আমার তুমি, থাকবে তুমি চিরদিনে।।
Excellent
বাঃ। বেশ লিখেছিস। আরও লিখতে হবে। কবিতা সাধনার ধন।