কবিতায় মোঃ আব্দুল রহমান

চাবি
পৃথিবীর ঘরে তালাবন্দি অন্তরে প্রবেশ নিষেধ
আকাশও কালো মেঘের ভেলা
বাতাসের ঘ্রাণ পোড়া মাটির গন্ধ শুকে
হারিয়ে সবে মূল্য এখন লকাপে বন্দি
নিরুদ্দেশে ছবির খোঁজে
মরা চাঁদের আলো ছুঁয়ে যায় আঙিনা
উঁকি মারে তবুও ঐ লক্ষীপেঁচা
ভুলতে পারেনি এখনো সেই দৃশ্যের
প্রতিবিম্ব
স্পর্শ ছুঁয়ে যায় হৃদে, হঠাৎ আঁতকে ওঠে
চাবির খোঁজ এখনো মেলেনি তবুও!