কবিতায় মোঃ আব্দুল রহমান

পিশাচের খেলা
চলছে কেবল পিশাচের খেলা
সাবধান! আকাশ থেকে আগুনের ফুলকি ঝরছে
পুড়ে ছাই হতে সময় নেই
সুরক্ষিত ছাতি কোথায়? চোখে মুখে হা হা কার
কেবল আর্তনাদ আর আর্তনাদ
তাণ্ডব খুব—
কখনো তলোয়ারী কখনো বারুদ
বোঝেনা কে সে, কি বা পরিচয়
মানবতার রস ও স্বাদ পায়নি কখনো তারা
জিভ কাঁটা পিশাচের দল
তারা মানুষ নয়—
মানুষ হতে মান ও হুঁশ চায়,
মানবতা সবার উপরে, তাহার উপরে নাই!