কবিতায় পদ্মা-যমুনা তে এম এ রহমান

শিক্ষিত বেকার

পাতাঝরা বটবৃক্ষ তলে চৈতালি উত্তাপ
মমতার বন্ধনের সূতো বেয়ে ঝরে দুশ্চিন্তার নীল
চারিপাশে কটাক্ষের বিষদাতে বয়ে যায় নীলনদ
সান্ত্বনার ডিপফ্রিজে বিদ্যুৎহীন অন্ধকারে ভাসে
পঁচে যাওয়া স্বপ্নের চুয়ে পড়া বেদনার গন্ধ।
হপ্তান্তর ঢাকা,টিউশন বন্ধ- শুন্য করতলে
বইয়ের ভাঁজে ভাঁজে যাপিত জীবনের কলমের কালি
চিত্র একে যায় পদ্মা,মেঘনা,যমুনার কলকল স্রোত
কর্ণকুহরে বাজে -বাঁচাও বাঁচাও ,প্রেমিকার আর্তনাদ।

নতুন উদ্যম,ছুটে চলা- অসাড়,বিবশ ক্লান্ত ক্লান্ত পায়ে
বইয়ের বনাঞ্চলে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে নামে সন্ধ্যা
কোথাও দেখা মেলেনা- কাঙ্ক্ষিত সোনার হরিনের।
অভিশপ্ত দিনের আলোয় – কটাক্ষের এসিডে ঝলসে পথ
রাতের কানাগলিতে অন্ধকার গায়ে মেখে বাড়ি ফেরে
শত স্বপ্নের কাফন মোড়ানো জিন্দালাশ- শিক্ষিত বেকার!

Spread the love

You may also like...

error: Content is protected !!