কবিতায় পদ্মা-যমুনা তে মারুফ আহমেদ নয়ন
by
·
Published
· Updated
পিরানহা
কাল সারা রাত স্বপ্নের ভেতর, পাখি সমাবেশে কথা বলেছি। মানুষের বেশে আমিও পাখি, ডানায় রৌদ্রস্নাত বিকেলের ঘ্রাণ, সবুজ বর্ণের পালক। অথচ একদিন আমিই সম্রাট ছিলাম, আকাশে বাকাঁ চাঁদ, প্রিয়তমা পত্নীর জন্যে বুকের খাচাঁ খুলে, উড়িয়ে দিয়েছি ঝাঁকে ঝাঁকে কবুতর, আমাকে কবুল করো।
জড়িয়ে নাও দেহের ভাঁজে ভাঁজে, যেভাবে তাঁতের শাড়ী রমণীরা জড়ায় অঙ্গে। ভয় পেয়ো না, এমন নতমুখ দেখে, তোমাকে এমন সুখ, আলৌকিক দৌলতে পূর্ণ করে দেবো। দাসী-বাদীরা ঘুরবে চর্তুপাশে।
তোমার সম্মানে ফুলেরা পরিবেশন করবে গান। পাহাড়ি ঝর্ণায় স্নান
করবে তুমি, এমন একটা সুন্দর জীবন কামনা করেছি তোমার।
অথচ তুমি আমাকে পিরানহা ভেবে পালাচ্ছো। আমি দাঁতে দাঁত চেপে নিজেকে চিবোচ্ছি, রক্তে ভেসে যাচ্ছে এ আলৌকিক হ্রদ। জানি,
আমার অদৃশ্য চুম্বনগুলো তোমার কাছে পৌঁছানোর পূর্বে, মেঘে মেঘে খেলে যাবে দারুণ বজ্রপাত।