কবিতায় পদ্মা-যমুনা তে মারুফ আহমেদ নয়ন
by
·
Published
· Updated
হারিয়ে ফেলা স্বরুপ
মুগ্ধ হবার ক্ষমতা কমে যাচ্ছে। অপচয়ের দিনগুলো বুকের ভেতর নড়ে উঠছে শাল-তমালের বন। দুলে উঠছে চল্লিশ হাজার রুপালী পর্দার রাত। তখন তুমি স্নান সেরে ভেজা চুলে বারান্দায় দাঁড়িয়ে আছো। তোমাকে দেখতে পাচ্ছি না, অসম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যাচ্ছে আকাশ। নিজের থেকে ছায়া পালিয়ে গেছে। একটি করাত তাকে কেটে দু-খন্ড করে ফেলছে। তর্ক করছি যেনো কার সাথে। কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। চারদিকে গড়িয়ে যাচ্ছে অজস্র কমলালেবু।
তাদের দুঃখবোধ আমাকে বলছে, কোন কিছুর শেষ না হওয়া প্রকৃতপক্ষে ভালো। হয়ত তা তোমার দর্শন প্রাপ্তি। আমার হারিয়ে ফেলা স্বরুপ।