কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

প্রেম কোন ব্যবসা নয়
“দ্বিপ্রহর রাতে আমি জেগে ওঠি
এই সময় আমি
একটি পতঙ্গকে-
একটি মোমবাতিকে বলতে শুনেছি,”
আমি তোমার প্রেমিক;
যদি আমাকে পোড়াও,
এটি সঠিক !
তুমি কাঁদছ কেন? ”
মোমবাতি জবাব দিল,
“ওরে, আমার বন্ধু!
প্রেম কোন ব্যবসা নয়,
তুমি শিখার সামনে থেকে
এসেছিলে উড়ে।
তাইতো আমি!
পুরোপুরি গ্রাস না হওয়া পর্যন্ত
সোজা হয়ে দাঁড়িয়ে আছি।
যদি ভালবাসার আগুন
তোমার ডানাগুলিকে জ্বালিয়ে দেয়
তবে আমাকে দেখ,
আমার মাথা থেকে পা পর্যন্ত
অবশ্যই ধ্বংস হতে পারে। “
রাত কেটে যাওয়ার পর কেউ কেউ
মোমবাতিটি বের করে বলবে,
“এটাই প্রেমের সমাপ্তি!”
যিনি তার বন্ধুর জন্য প্রাণ হারালেন
তার কবরের জন্য
দুঃখ করিওন না; খুশী হও,
কারণ তুমি এটার জন্য মনোনীত।
আমি তো প্রেমিক,
একজন অনুগত
তোমার অনুরাগের বিষয় থেকে,
যদিও তার মাথায় তীর
এবং পাথর বৃষ্টি হতে পারে,
প্রকৃতির লীলাখেলায়।