ক্যাফে কাব্যে মধুমিতা

আশ্রয়

কবিতার শরীর জোড়া এলোমেলো হিজিবিজি দাগ ।
কেউ বা রক্তে লেখা , কোথাও অসির আঁচড় ।
দগদগে ঘা ,বসন্তের কোকিল, প্রেম পোড়া ছাই ,প্রেমিকের প্রত‍্যাখান।
মরুভূমির শীর্ণা নদী মরীচিকা কখনও মরুদ্যান।
চোখের কোণে লুকিয়ে থাকা জলের বিদ্রূপ হাসি ।
তন্দ্রাহীন রাত জাগার ভেজা বালিশ ।
অনেক অভিমান, অনুযোগে মিথ্যার কাছে করা নালিশ।
গাঢ় অন্ধকারের মতো অপূরণীয় শূন‍্যস্থান ,
আঁধার হাতড়ে পাওয়া অন্ধের যষ্ঠি।
তুমি নিঃশব্দ চিৎকার ,গুমরে গুমরে হাহাকার ।
তুমি প্রকৃতি, প্রেম ,বর্ষাধারা
উন্মাদ সাগর, তরঙ্গ পাগলপারা।
প্রাণসখা ,সহচরী…ধস্তের অনন্ত আশ্রয়
আমি ,আমার কবিতা একাকী সইবই সংসার ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।