মৃণালিনীর কবিতা

শ্রাবণ শোকে মিস্টার সেন
নিজেকে খরচ করতে করতে অনায়াসে ভুলতে বসেছি
আসলে কতটা সঞ্চয় প্রয়োজন ছিল
এক কাপ কফির বিজ্ঞাপনে নতুন মুখ
ডিপি থেকে পাশের চেয়ারের ম্যাজেন্টা লঙ স্কার্ট দুলে ওঠে
কফিশপে নতুন ফটোশপ
ফটোশপের ক্যানভাসে উষ্ণ কফির ধোঁয়ায় ব্যাকস্টেজ মিসিং…
ওয়াটার কালারে চিত্রগুপ্তের খাতা, ইকোনমিক্সের
থিওরির ভায়োলিন
পপুলেশন পিরামিডের মিউজিক্যাল চেয়ারে বসে অন্ধকার
হাতড়ে বেড়ান মিস্টার সেন
ডবল ডেকার ট্রেনে ক্ষয়ে যাওয়া কবিতার বিবর্ণ পান্ডুলিপিতে
শ্রাবণ শোকের গল্প লেখা হচ্ছে।
রে ব্যান্ড সানগ্লাসের পেছনে নির্জন সুনামীতে বালুচরে
সঞ্চয় থেকে ক্ষয়ে যাওয়া প্রত্যেক দৃশ্যে তোমার অম্লান হাসি
নাকি ইঙ্গিতে জানিয়ে যাও, কোন সুখ নেই মনে
তবুও শান্তিতে বেঁচে কত পরিবার- কলমে সেই অক্ষত পটভূমি।