প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে মৃণালকান্তি
by
·
Published
· Updated
অঙ্ক দিদিমনি ( দুই)
আমার একটা অসুখ আছে অতিন্দ্রীয়তা
আপনি যখন বাথের টবে উপচানো জলে ভার
আমি তখন মহাশূণ্য অস্তিত্বের শূণ্যে একাকার
শূণ্যের ভেতর শূণ্যে কি প্লাবন কি প্লবতা!
আমার একটা অসুখ আছে অতিন্দ্রীয়তা
মাথা ও জলের ঘনত্বে যখন আপনি ঘনীভূত
শ্রাবন পিচ্ছিল ঘামে ভাসান আমারও নির্ধারিত
সাঁতারের ভেতর ডুবে কি বল কি ক্ষমতা!
আমার একটা অসুখ আছে অতিন্দ্রীয়তা
আপনি তখন নব্বই ডিগ্রী ব্যস্ত কোণ ও কম্পাসে
কতটা আঁচল সরালে চাঁদ জোৎস্না আমি আকাশে
বোধের ভেতর বোধে কি দৃশ্য কি অদৃশ্যতা!