কবিতায় বলরুমে মৃণালিনী

প্রতিবছরের মতো ভট্টাচার্য বাড়ির অর্থাৎ আমাদের বাড়ির মা দুর্গার কাঠামো পুজো হয় গতকাল, চিরাচরিত নিয়ম অনুসারে জন্মাষ্টমীর পরের দিন আমাদের বাড়ির কাঠামো পুজো হয়। তারই উপর আমার এই কবিতা লেখা।
উমার আগমন
হয়ে গেল আজ কাঠামো পুজো
শুনতে পেলাম বড় মেয়ের ডাক,
এসো মা তুমি আমার ঘরে
সাজে আয়োজনে রেখো না কোন ফাঁক।
মেঘগুলো সব আনমনা আজ
আকাশে বাতাসে উঠলো যে নবধ্বনি ,
আমার উমা আসবে আমার ঘরে
মন তাই গেয়ে ওঠে উমার আগমনী।
উমা মা যে আমার কি অপরূপা
তোমার রূপে মেতে ওঠে ত্রিভুবন,
চিন্ময়ী তুমি মৃন্ময়ী রূপে
সকলের মঙ্গল করো এই বলি সর্বক্ষণ।
যত অশুভ শক্তির তুমি করো বিনাশ
পৃথিবীকে করো আলোকিত আলোতে,
তোমার আগমনে ভরে ওঠে প্রাণ
সবাই থাকে যেন মা খুশিতে।
তুমিই তো মা নিধন করেছো
সব অসুর কুল ও মহিষাসুরকে ,
এনো মা সাথে দুই গুণবতী কন্যা
ও দুই গুণবান পুত্রকে।